পটুয়াখালীর মহিপুরে ৩কেজি ১০০ গ্রাম গাঁজা সহ হারুন মুন্সী (২৬) নামের এক গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মহিপুর থানা পুলিশ।
মঙ্গলবার (২১ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর থানা এলাকার পুরান মহিপুর শেখ জামাল সেতুর টোল প্লাজার সামনের পাকা রাস্তার উপরে মাদক ক্রয়-বিক্রয় কালে সকাল সাড়ে ৭টার দিকে দিকে জরুরী ডিউটি অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
মহিপুর থানার ওসি ফেরদৌস আলম খাঁন'র নির্দেশে এসআই নূর-এ-ছরোয়ার'র নেতৃত্বে সংঙ্গীয় ফোর্স এ,এস,আই মিলন, এ,এস,আই জাহাঙ্গীর কে নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
গ্রেফতারকৃত আসামী হারুন মুন্সি ফেনী জেলার পরশুরাম থানার দক্ষিণ কোলাপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু হয়েছে। তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
মহিপুর থানার অফিসার ইনচার্জ জনাব ফেরদৌস আলম খাঁন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে বলেন, মাদক কারবারিদের কোনো ছাড় নয়, মাদকের সাথে কোনো আপোষ নয়। মহিপুর থানা এলাকাকে মাদক মুক্ত রাখতে, মহিপুর থানা পুলিশ সর্বদাই কঠোর অবস্থানে রয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: