দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনার প্রতিবাদে রবি-সোমবার ৪৮ ঘন্টা হরতালের সমর্থনে ফরিদপুরে বিএনপি মশাল মিছিল বের করে।
শনিবার রাতে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এর নেত্রীত্বে শহরের টেপাখোলা ইয়াছিন কলেজের সামনে থেকে একটি মশাল মিছিল বের হয়।
হরতালের সমর্থনে স্লোগান দিয়ে ঝটিকা মিছিলটি সড়কের কিছু দুর গিয়ে নিজেরা ছত্রভঙ্গ হয়ে যায়। সে সময় মশাল মিছিলটির আগুনের লাঠিশোটা রাস্তার উপর ফেলে পালিয়ে যায়।
এসময় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সৈয়দ জুলফিকার হোসেন, ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক-মোজাম্মেল হোসেন মিঠু,ফরিদপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব-মাহফুজুর রহমান সবুজ সহ বেশ কয়েকজন নেতাকর্মী মিছিলে অংশ নেয়।
আপনার মূল্যবান মতামত দিন: