আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী ২ আসনের সংসদ সদস্য হিসেবে মনোনয়ন ফরম কিনতে জীবন বৃত্তান্ত ও ফরমের টাকা তুলে দেন ফেনী-২ আসনের বর্তমান সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারি এমপি।
বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম ক্রয়ের জন্য জীবন বৃত্তান্ত ও ফরমের টাকাসহ যাবতীয় ডকুমেন্ট ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট হাফেজ আহম্মদের হাতে তুলে দিলেন ফেনী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি।
প্রসঙ্গত নিজাম উদ্দিন হাজারি এমপি ফেনী ২ আসন থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য। এবারেও ফেনী ২ আসন থেকে দলীয় একক প্রার্থী হিসেবে নিজাম উদ্দিন হাজারি এম পি মনোনয়ন ফরম কিনবেন।সেই উপলক্ষে ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারি এম পি ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতির হাতে নমিনেশন এর জন্য প্রয়োজনীয় কাগজপত্র তুলে দেন।
আপনার মূল্যবান মতামত দিন: