ট্রাক-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত

গোলাম সারোয়ার, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | ১৬ নভেম্বর ২০২৩, ২২:০৩

ট্রাক-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে, চালক নিহত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাক-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে আব্দুল খালেক (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ভোর ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বীরপাশা নামক এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আব্দুল খালেক মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার মুসলিমবাগের তাজুল ইসলামের ছেলে এবং তিনি অ্যাম্বুলেন্স চালক ছিলেন।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, ঢাকা থেকে একটি খালি অ্যাম্বুলেন্স মৌলভীবাজারের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বিজয়নগরের বীরপাশা নামক এলাকায় একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স চালক নিহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।

তিনি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। ঘাতক ট্রাক আটক করা হলেও এর চালক পালিয়ে গেছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর