শেরপুরের নালিতাবাড়ীতে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচীর সহযোগিতায় উপজেলা বাল্যবিবাহ নিরোধ কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বেলা একটার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে হলরুম মেঘমালায় এ সভা অনুষ্ঠিত হয়।উপজেলার নির্বাহী কর্মকর্তা ইলিশায় রিছিলের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমিন প্রমুখ।
এসময় নালিতাবাড়ী ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান, মরিচপুরান ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী, পোড়াগাঁও ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনিরসহ অন্যরা উপস্থিত ছিলেন।
সমন্বয় সভায় বাল্যবিবাহের নানা দিক তুলে ধরেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচীর জেলা ব্যবস্থাপক বিদ্যুৎ কুমার নন্দী, ব্র্যাক জেলা সমন্বয়ক ফারহানা মিল্কি, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচীর এসোসিয়েট অফিসার মনোজ ভাবক।
সভায় বক্তারা বাল্যবিবাহকে একটি সামাজিক ব্যধি হিসাবে আখ্যায়িত করে বাল্যবিবাহ রোধে সকলে একসাথে কাজ করার মতামত ব্যক্ত করেন।
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: