বিএনপির ডাকা পঞ্চম ধাপে ৪৮ ঘণ্টা অবরোধের প্রথম দিনে ফরিদপুরে অবরোধ কোন প্রভাব দেখা দেয় নি। রাস্তায় দূরপাল্লার যানবাহনের পরিমাণ কম হলেও তিন চাকার পরিবহন চলাচল স্বাভাবিক ছিল। চলছে পরিবহনও। সকাল থেকে অবরোধ পালনে মাঠে দেখা যায় নি বিএনপি ও জামায়াতের কোনো নেতাকর্মীদের। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।
তবে জেলার সব গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সকাল থেকেই র্যাব ও পুলিশের টহল জোরদার করা হয়। সতর্ক অবস্থায় রয়েছে জেলার সকল আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার সকাল থেকে প্রতিদিন এর মত অফিস আদালতে ঠিকমত চলাচল করতে পারছে। জেলা শহরের দোকানপাট, হোটেল, রেস্তোরাঁ ছিল খোলা। শহরের ভিতরে সড়কগুলোতে ছিল প্রতিদিনের মতোই যানবাহনের চাপ।
ফরিদপুর শহরে যে কোন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের নেতৃত্বে শহরের গুরুত্বপূর্ণ স্থানে জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা অবস্থান নিয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: