পঞ্চম দফায় ফের ৪৮ ঘণ্টার অবরোধ শুরু

সময় ট্রিবিউন | ১৫ নভেম্বর ২০২৩, ১২:০৭

ফাইল ছবি

বিএনপি ও সমমনাদের ডাকা দুই দিনের অবরোধ কর্মসূচি শুরু হলো আজ বুধবার (১৫ নভেম্বর)। আজ ভোর ছয়টা থেকে আগামী শুক্রবার (১৭ নভেম্বর) ভোর ছয়টা পর্যন্ত সারা দেশে সড়ক, রেল ও নৌপথে এই অবরোধ কর্মসূচি চলবে।

সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়, নিহত নেতা-কর্মীদের হত্যার বিচার, আহত ব্যক্তিদের সুচিকিৎসাসহ আটক ও গ্রেফতার ব্যক্তিদের মুক্তির দাবিতে বিএনপি ও সঙ্গে আন্দোলনে থাকা গণতন্ত্র মঞ্চসহ অন্যান্য দল ও জোট এই অবরোধ কর্মসূচি পালন করছে।

মঙ্গলবার বিকালে এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এই অবরোধ কর্মসূচি সফল করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি’র জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রুহুল কবির রিজভী সারা দেশে বিএনপি ও অঙ্গ সহযোগী নেতা-কর্মীদের নামে পুলিশ বাহিনীর মামলা ও গ্রেফতারের তথ্য তুলে ধরেন। তার দেওয়া তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় ৪২০ জনের বেশি নেতা-কর্মীকে গ্রেফতার, ১১টি মামলায় ১ হাজার ৩৫০ জনের বেশি নেতা-কর্মীর নামে মামলা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর