পাবনা রেজিস্টার অফিসের নবনির্মিত চারতলা ভবন উদ্বোধন

স্টাফ রিপোর্টার, পাবনা | ১৪ নভেম্বর ২০২৩, ১৯:০৪

পাবনা রেজিস্টার অফিসের নবনির্মিত চারতলা ভবন উদ্বোধন

প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত চারতলা বিশিষ্ট পাবনা জেলা রেজিস্টার ভবন উদ্বোধন করা হয়েছে

মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকেলে ফলক উন্মোচনের মধ্য দিয়ে ভবনটি উদ্বোধন করেন পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।

উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। উদ্বোধনকালে এমপি প্রিন্স বলেন, সাধারণ মানুষকে সহজলভ্য সেবা দিতে সরকারি দপ্তরগুলোকে আধুনিকভাবে গড়ে তোলা হচ্ছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, পৌরসভার মেয়র শরীফ উদ্দিন প্রধান, জেলা রেজিস্ট্রার দীপক কুমার সরকার, স্থানীয় সরকারের উপ-পরিচালক সাইফুল ইসলাম, গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী জাহিদুল ইসলাম, উপ-বিভাগীয় প্রকৌশলী মাসুদ রানা, সদর উপজেলা সাব রেজিস্ট্রার ইউসুফ আলী, বেড়া সাব রেজিস্ট্রার ইশরাত জাহান, পৌর আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান রকি প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর