অবরোধের নামে নাশকতার প্রতিবাদে পাবনায় বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, পাবনা | ১৪ নভেম্বর ২০২৩, ১৭:২৭

অবরোধের নামে নাশকতার প্রতিবাদে পাবনায় বিক্ষোভ

অবরোধের নামে বিএনপি-জামায়াতের নাশকতার প্রতিবাদে পাবনায় বিক্ষোভ মিছিল করেছে আওয়ামীলীগের নেতাকর্মীরা

মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে পাবনার কাজিরহাট এলাকায় কেন্দ্রীয় আওয়ামীলীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সাবেক সদস্য আশিকুর রহমান খান সবুজের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করে দলীয় নেতাকর্মীরা।

পরে মোটর সাইকেল শোভাযাত্রা নিয়ে আমিনপুর ও সুজানগরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এ সময় অবরোধ বিরোধী বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিল শেষে নাজিরগঞ্জ এলাকায় সমাবেশে আশিকুর রহমান খান সবুজ বলেন, ‘জনসমর্থন না পেয়ে বিএনপি-জামায়াত অবরোধের নামে দেশে নাশকতা করছে। দেশের মানুষ শান্তিতে থাকুক সেটি তারা চায় না। নির্বাচন বানচাল করতে তারা অপরাজনীতির পথ বেছে নিয়েছে। আওয়ামীলীগের নেতাকর্মীরা রাজপথে থেকে তাদের প্রতিহত করবে।’

এ সময় নাজিরগঞ্জ ইউপি চেয়ারম্যান মশিউর রহমান খান, নাজিরগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি তফিজ মন্ডল, সুজানগর পৌর কাউন্সিলর মুশফিকুর রহমান সাচ্চু, সুজানগর উপজেলা যুবলীগের সহ-সভাপতি মো. আচ্চু প্রমুখ উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর