ভার্চুয়ালি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সাথে ফরিদপুরেও ৬০ টি প্রকল্পের শুভ উদ্বোধন করেন।
মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সাথে ভার্চুয়ালের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা প্রশাসক মো, কামরুল আহসান তালুকদার এর সভাপতিত্বে এসময় পুলিশ সুপারসহ জেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, আওয়ামীলীগের নেত্রীবৃন্দ ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ সেখানে উপস্থিত ছিলেন।
জেলা বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার নবনির্মিত ভবনের ফলক উন্মচোন করেন প্রধানমন্ত্রী। আশ্রয়ন প্রকল্পের আওতায় ভুমিহীন মুক্ত উপজেলা ঘোষনা করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গনভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফরিদপুরে টেক্সটাইল ইন্সটিটিউট স্থাপন, স্কুল, মাদ্রাসাসহ একযোগে বিভিন্ন ভিত্তি প্রস্তর স্থাপন, নব নির্মিত ভবন ও ভুমিহীনদেরকে ঘরসহ জমি প্রদানের শুভ উদ্বোধন করে।
শিক্ষা জাতির অধিকার, শিক্ষা জাতির অহংকার, কারিগরি শিক্ষা গ্রহন করি, নিজের জীবন নিজে গড়ি, দৃষ্টিনন্দন টেকশই শিক্ষা অবকাঠামোতে সুশিক্ষিত জাতি গড়ি। এমন নানা স্লোগান দিয়ে উন্নয়নের প্রচারনা শুরু করে।
আপনার মূল্যবান মতামত দিন: