
ময়মনসিংহের ফুলপুরে স্থানীয় সাংবাদিকদের সাথে গত সোমবার রাত পৌনে ৮ টায় মতবিনিময় করেন নব যোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের সোহেল।
মতবিনিময়কালে ফুলপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের সোহেল বলেন, আমি ফুলপুরকে ফুলের মত সাজাতে চাই। মাদক, সন্ত্রাস, জুয়া, বাল্যবিবাহ, ইভটিজিংসহ সামাজিক অপরাধ দমন করে একটি সুন্দর সমৃদ্ধ ও আদর্শ ফুলপুর গড়তে চাই।
এ ব্যাপারে আপনাদের সার্বিক সহযোগিতা চাই। ওসি আরও বলেন, পুলিশ ও সাংবাদিকদের মধ্যে সম্পর্ক হওয়া উচিত অত্যন্ত বন্ধুভাবাপন্ন। পুলিশ ও সাংবাদিক একে অপরের পরিপূরক।
এসময় আরও উপস্থিত ছিলেন, ফুলপুর থানার ওসি (তদন্ত) বন্দে আলী, এসআই মেহেদি হাসান সুমন।
ফুলপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবীর মুকুলের সঞ্চালনায় এসময় সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, ফুলপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি নুরুল আমিন (সংবাদ), ফুলপুর প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ খলিলুর রহমান (ইনকিলাব) , সাংগঠনিক সম্পাদক এটিএম রবিউল করিম রবি (খোলা কাগজ), সহ-সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুল হাসান, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মো. আব্দুল মান্নান (বাংলাদেশ প্রতিদিন), প্রচার সম্পাদক আব্দুস সাত্তার, দপ্তর সম্পাদক মোস্তফা খান (কালের কণ্ঠ), মফিজুল ইসলাম অলী (নয়া দিগন্ত), দি সাউথ এশিয়ান টাইমস প্রতিনিধি সেকান্দর আলী, দৈনিক আজকালের সংবাদ ফুলপুর প্রতিনিধি কামরুল ইসলাম খান, দৈনিক জনবানী পত্রিকার ফুলপুর প্রতিনিধি তাসনোভা নাসরিন নিশু,দৈনিক ব্যাংক বীমা অর্থনীতি পত্রিকার জেলা প্রতিনিধি প্রেসক্লাব সদস্য রাকিবুল ইসলাম মাহফুজ, বাংলাদেশের খবর পত্রিকার ফুলপুর প্রতিনিধি সাখাওয়াত হোসেন প্রমুখ।
এই বিভাগের অন্যান্য খবর
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: