শেরপুরের নালিতাবাড়ীতে ৭০ বোতল ভারতীয় মদসহ মঞ্জুরুল ইসলাম (৪৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নালিতাবাড়ী থানা পুলিশ।
মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে পৌরশহরের নয়ানিকান্দা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার পৌরশহরের নয়ানিকান্দা এলাকায় চেকপোস্ট চালায় থানা পুলিশ। এসময় একটি সিএনজিকে সন্দেহ হলে গতিরোধ করে তল্লাশি চালিয়ে ৭০ বোতল ভারতীয় মদসহ মঞ্জুরুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত মঞ্জুরুল ইসলাম শেরপুর সদর উপজেলার লসমনপুর এলাকার মৃত আ: কাদিরের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে পুলিশের এরূপ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: