মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ১০ টায় দিনাজপুরের বিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে প্রধানমন্ত্রী কর্তৃক সারাদেশে বিভিন্ন প্রকল্পের এবং বিরামপুর উপজেলার সাব-রেজিষ্টার ভবন, বিরামপুর হরিহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন, দক্ষিণ সাহাবাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন, খিয়ার মামুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন, বিরামপুর রেল কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলার নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেন বিরামপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অদ্বৈত কুমার অপু, বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার, কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফিরোজ আহমেদ, উপজেলা প্রকৌশলী আতাউর হোসেন, সমবায় অফিসার রাকিবুল হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান হোসেন, কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশে যখন এ দেশ স্বধীন হয় তখন দেশের মানুষের ধৈর্য ছিল, এখনো আছে।
প্রধানমন্ত্রী আরো বলেন , শতভাগ বিদ্যুৎতের ব্যবস্থা করে দিয়েছি, সল্প মূল্যে টি সি বির মাধ্যমে চাল ডাল কিনার সুযোগ করে দিয়েছি, আমাদের পুলিশ বাহিনী বিজিবি আর্মি সহ সকল বাহিনী যে কোন সময় মানুষের সেবা দিয়ে যাচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাগণ স্থানীয় সুধীজন রাজনৈতিক নেতৃবৃন্দ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি ও উপজেলার কর্মকর্তা ও কর্মচারী-গণ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।
এই বিভাগের অন্যান্য খবর
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: