
কিশোরগঞ্জের কটিয়াদীতে বর্ণাঢ্য আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের দীপাবলি কালী পূজা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দিবাগত রাতে কটিয়াদী পৌরসভার দড়িচরিয়াকোনা এলাকার বর্মন পাড়া কালী মন্দিরে সার্বজনীনভাবে এই দীপাবলি কালী পূজাটি অনুষ্ঠিত হয়েছে।
উক্ত পূজা উদযাপন উপলক্ষে কটিয়াদি পৌরসভা সহ উপজেলার বিভিন্ন এলাকার সনাতন ধর্মাবলম্বী বিপুল সংখ্যক পূজারী ও ভক্ত বৃন্দ এই মন্দিরে আগমন করে সারা রাত ব্যাপী চলমান পূজায় অংশ গ্রহণ করেন।
এ সময় মন্দিরের পুরোহিত হিসেবে দীপাবলি কালী পূজাটি পরিচালনা করেন উত্তম কুমার গাঙ্গুলি।
দড়ি চারিয়াকোনা পাড়া কালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি প্রাণেশ চন্দ্র বর্মন ও মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক, কটিয়াদী উপজেলা আওয়ামীলীগ নেতা ভিপি দুলাল বর্মন বলেন প্রতিবছর কার্তিক মাসের অমবর্ষা তিথিতে সারা রাত্র ব্যাপী এই পূজা অনুষ্ঠিত হয়।
তিনি আরো জানান, প্রায় দুইশত বছর যাবৎ এই মন্দিরে সাম্প্রদায়িক বন্ধনে এই দীপাবলি পূজাটি অনুষ্ঠিত হয়ে আসছে। পূজা মণ্ডপ এলাকায় অসংখ্য হিন্দু সম্প্রদায়ের নারী, পুরুষ আবাল বৃদ্ধ বনিতা ছাড়াও আশেপাশের এলাকার মুসলিম জনগোষ্ঠীরা পূজা মণ্ডপ এলাকায় উপস্থিত থেকে অত্যান্ত আনন্দঘন সুশৃংখল পরিবেশে পূজার আনন্দ উপভোগ করে।
পূজা মণ্ডপ এলাকার সার্বিক নিরাপত্তার জন্য কটিয়াদী মডেল থানার পুলিশ সদস্যরা নিরবিচ্ছিন্নভাবে নিরাপত্তা প্রদান করেন।
এই বিভাগের অন্যান্য খবর
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: