আওয়ামী লীগের বিদেশি কোন প্রভু নেই : এডঃ ইমদাদুল হক সেলিম

রতন আহমেদ, ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি | ১২ নভেম্বর ২০২৩, ২০:২৯

আওয়ামী লীগের বিদেশি কোন প্রভু নেই : এডঃ ইমদাদুল হক সেলিম
দেশব্যাপী বিএনপি, জামায়াতের অবৈধ ৪র্থ দফা অবরোধ কর্মসূচি বিরুদ্ধে রবিবার শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 
 
 হত্যা, জ্বালাও, পোড়াও, আগুন সন্ত্রাস, সহিংসতা ও অবৈধ অবরোধ কর্মসূচির প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগ ৯ নভেম্বর বৃহস্পতিবার আলম এশিয়া বাসস্ট্যান্ডে এই প্রতিবাদ সভা করে।
 
উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিমের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক হারুন অর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
 
বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি এডঃআব্দুর রাজ্জাক, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও পৌর মেয়র গোলাম কিবরিয়া, অধ্যাপক আবুল হোসাইন, দফতর সম্পাদক সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, প্রচার সম্পাদক খাইরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবু বকর ছিদ্দিক,  এটিএম মহসিন শামীম, এসএম ইব্রাহিম, মামুনুর রশীদ মামুন, এবং উপজেলা যুব আওয়ামী লীগের সদস্য সাইফুল আলম কাজল।
 
আঃলীগের নেতা সাইফুল ইসলাম, নজরুল ইসলাম,  আব্দুল হান্নান, আব্দুল বারেক, মঞ্জুরুল হক রাসেল, তাতীলীগের আহবায়ক চান মিয়া, , সুজন রতন দে, জাহাঙ্গীর আলম, মৎসজীবি লীগের রফিকুল ইসলাম, আনোয়ার হোসেন উজ্জল, দেলোয়ার হোসেন আরিফ প্রমুখ।
 
এডঃ ইমদাদুল হক সেলিম বলেন,আওয়ামী লীগের বিদেশি কোন প্রভু নেই। জনগণই আওয়ামী লীগের শক্তি। বিএনপি জামাত  বিদেশিদের উপর নির্ভর করে দেশের মানুষের অর্থ সম্পদ বিনষ্ট করছে। সামনে নির্বাচনে বিজয়ী হতে। এবারের নির্বাচন হবে সন্ত্রাস, নৈরাজ্য এবং টেইকব্যাক বাংলাদেশের বিরুদ্ধে। ২০২৪ সালের নির্বাচনের মাধ্যমে আবারো জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।
 
নেতৃবৃন্দ আরো বলেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ মানুষকে পাহারা দিচ্ছে। এখন পাহারার দিন শেষ। নির্বাচন খুব কাছাকাছি। সবাই মিলেমিশে  আগামী নির্বাচন করবো। নেত্রী যাকে মনোনয়ন দিবেন আমরা তাকেই বিজয়ী করবো। নির্বাচন এবং নৈরাজ্যের বিরুদ্ধে লড়াই চলবে।
 
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে নেতৃবৃন্দ বলেন, আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনারা দলীয় ফোরামে আসুন। দলীয় প্রধানের আদেশ নিষেধ মেনে আওয়ামী লীগ করুন। দুর্দিনে যারা মাঠে রয়েছেন আগামীতে তাদেরকেই মুল্যায়ন করতে হবে। একেকবার একেক স্থানে না থেকে  দলীয় শৃঙ্খলা মেনে এক মঞ্চে আসুন, সুশৃঙ্খল পরিবেশে রাজনীতি করি। 


আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর