কুমিল্লার দাউদকান্দিতে জায়গা নিয়ে বিরোধে সাবেক বিজিবি'র সদস্য শামসুল হক (৭৫) নামের এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার মারুকা ইউনিয়নের নশিপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। এঘটনার পর পুলিশ রাতেই দু'জনকে আটক করেছে। আজ শুক্রবার সকালে মডেল থানা পুলিশ নিহত সাবেক বিজিবি সদস্যের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, বসতবাড়ির আড়াই শতক জায়গার দখল নিয়ে প্রতিবেশী কামাল মিয়ার সাথে শামসুল হকের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে দুই পক্ষের মধ্যে আদালতে মামলাও চলমান। বৃহস্পতিবার সন্ধ্যায় শামসুল হককে বসতবাড়িতে একা পেয়ে কামাল মিয়া ও তার লোকজন হামলা করে বলে স্বজনরা জানান । আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথেই শামসুল হক মারা যান।
এ ঘটনায় কামাল মিয়া ও তাঁর স্ত্রী জাকিয়া আক্তারকে নিজ বাড়ি থেকে রাতেই আটক করে পুলিশ ।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মোজাম্মেল হক বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ প্রেরণ করা হয়েছে। এঘটনায় নিহতের স্বজন হত্যা মামলা করেছে। আটক কামাল মিয়া ও তার স্ত্রী জাকিয়া আক্তারকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরনের প্রস্তুতি চলছে।
আপনার মূল্যবান মতামত দিন: