
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় অবরোধ বিরোধী সমাবেশ ও মানববন্ধন করতে গেলে হাতাহাতি হয়।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যাপক ফারজানা শারমিন বিউটি মানববন্ধন ও সমাবেশ শেষে দু'গ্রুপে হাতাহাতি ও চেয়ার ছুড়াছুড়ি হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে।
জানা যায়, মহিলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যাপক ফারজানা শারমিন বিউটি বক্তব্য দেন।একপর্যায়ে হাতাহাতি হয় চেয়ার ছুড়াছুড়ি হয়।একদিকে স্থানীয় সংসদ সদস্য কন্যা বিউটির গ্রুপ অপরদিকে সংসদ সদস্যের আরেক কন্যার গ্রুপ সালমার গ্রুপ দুই গ্রুপে চলে হাতাহাতি। শান্তির সমাবেশে অশান্তির সৃষ্টি করেছে মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এই বিভাগের অন্যান্য খবর
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: