ফুলবাড়িয়ায় মুক্তিযোদ্ধা হত্যা দিবসে আওয়ামী লীগের আলোচনা সভা

রতন আহামেদ, ফুলবাড়িয়া প্রতিনিধি | ৭ নভেম্বর ২০২৩, ২০:১৬

ফুলবাড়িয়ায় মুক্তিযোদ্ধা হত্যা দিবসে আওয়ামী লীগের আলোচনা সভা

৭ নভেম্বর মুক্তিযোদ্ধা হত্যা দিবসে ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগ আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল মঙ্গলবার বিকালে ফুলবাড়িয়াস্থ আলম এশিয়া বাসস্ট্যান্ডে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও পৌর মেয়র গোলাম কিবরিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিঃ সহ সভাপতি এডঃ আব্দুর রাজ্জাক, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যাপক আবুল হোসাইন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আবু বকর সিদ্দিক, দফতর সম্পাদক সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন, প্রচার সম্পাদক খায়রুল ইসলাম, চান মিয়া, আনিছুর রহমান, সুজন রতন দে, জাহাঙ্গীর আলম প্রমুখ।

মেয়র কিবরিয়া বলেন, আওয়ামী লীগ কখনোই হত্যার রাজনীতি করেনা। আওয়ামী লীগ শান্তি ও উন্নয়নের রাজনীতি করে।বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার পর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে নিশ্চিন্ন করতে জেলখানায় জাতীয় চার নেতাকে হত্যা করে। জিয়াউর রহমানের নেতৃত্বে ৭ নভেম্বর রহমান, সেনা ও নৌবাহিনীতে কর্মরত মুক্তিযোদ্ধাদের বিচারের নামে ধরে নিয়ে কথিত ফাঁসি দিয়ে হত্যা করে। যাদের পরিবারের সদস্যরা আজো জানেনা তাদের পরিবারের ঐ সদস্য কোথায় আছেন। তাদের কান্না আজো থামছেনা।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর