ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার আঃ শিকদারের ডাঙ্গি ইউনিয়নের আজাহার মুন্সীর স্ত্রী পারভীন আক্তার ফরিদপুরের বিজ্ঞ অতিরিক্ত ম্যাজিস্ট্রেট আদালতে একই এলাকার কামাল মোল্লা গং দের বিরুদ্ধে আদালতে ১৪৪ ধারা মামলা দায়ের করেন। কিন্তু ঐ মামলাকে তোয়াক্কা না করে জোড়পূর্বক গত ২২/১০/২৩ ইং তারিখে সকাল আনুমানিক ১১টার দিকে লোকজন নিয়ে পারভীন বেগমের জমিতে ঘর নির্মাণ করেন।
ইতি পূর্বে আদালত কামাল গং দের নালিশকৃত জমিতে স্থিতিশীলতা বজায় রাখার জন্য চরভদ্রাসন থানার মাধ্যমে কামাল মোল্লা গং দের নির্দেশ প্রদান করা হয়। আদালতের নির্দেশ পেয়ে চরভদ্রাসন থানার এ এস আই মো শাহাদাত হোসেন ২৫/১০/২৩ ইং তারিখে নালিশী জমিতে না যাওয়ার জন্য নির্দেশ প্রদান করেন উভয় পক্ষকে আগামী ৪ঠা জানুয়ারী ২০২৪ ইং তারিখে উভয় পক্ষকে আদালতে হাজির হবার জন্য নোটিশ জারি করা হয় ।
সরেজমিনে গেলে এলাকাবাসী জানান , পারভীন আক্তার দীর্ঘ বছর ধরে এ সম্পত্তি ভোগ করে আসছে । আমরা জানি এ জমি পারভীন আক্তারের ।
এ ব্যাপারে অভিযোগকারী পারভীন আক্তার জানান, এই সম্পত্তি আমাদের ওয়ারিশদের থেকে ক্রয়কৃত । কিন্তু এখন কামাল মোল্লা গং রা দাবি করে এ সম্পত্তি তাদের । তিনি আরো জানান , কামাল মোল্লা আমাকে ভয়ভীতি দেখাচ্ছে এবং যেকোন সময়ে আমার বড় ধরণের ক্ষতি সাধন করতে পারে । আমি এ ব্যাপারটি চরভদ্রাসন থানায় অবগত করেছি ।
অভিযুক্ত কামাল মোল্লা জানান , নালিশকৃত জমি আমার ক্রয়কৃত। ঐ জমির উপরে আমি ঘর উত্তোলন করতে গেলে আমাকে পারভীন আক্তার বাধা প্রদান করেন এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে।
তিনি আরো জানান , এ বিষয়ে চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পারভীন আক্তারকে কাগজ পত্র নিয়ে বসার জন্য আহবান করেছিলেন । কিন্তু পারভীন আক্তার ঐ আহবানে সাড়া দেননি তাই মামলা চলমান ।
আপনার মূল্যবান মতামত দিন: