হোসেনপুরে ইয়াবা ট্যাবলেটসহ  মাদক ব্যবসায়ী গ্রেফতার

আব্দুর রউফ ভূঁইয়া, কিশোরগঞ্জ প্রতিনিধি  | ৭ নভেম্বর ২০২৩, ০০:১০

হোসেনপুরে ইয়াবা ট্যাবলেটসহ  মাদক ব্যবসায়ী গ্রেফতার
কিশোরগঞ্জের হোসেনপুরে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মোঃ বিপুল মিয়া (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে হোসেনপুর থানা পুলিশ।
 
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ বিপুল মিয়া কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার রানাগাঁও এলাকায় মোঃ আবুবকর সিদ্দিকের ছেলে।
 
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার এসআই(নিঃ) শাহিন মিয়া সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় সোমবার (৬ নভেম্বর) সকাল ০৭.১৫ মিনিটের সময় হোসেনপুর থানাধীন পিতলগঞ্জ নামক এলাকায় এক অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ বিপুল মিয়া (৩৮) কে  গ্রেফতার করে।
 
এ সময় মাদক ব্যবসায়ীর হেফাজত হতে ১৪০ (একশত চল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে সকাল ০৭:৩০ ঘটিকায় জব্দ তালিকামুলে জব্দ করেছে। 
 
এই ঘটনায় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে  মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা রুজু  করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে।
 


আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর