ফরিদপুরে মোটরসাইকেল  দুর্ঘটনায় চিকিৎসক নিহত

স্টাফ রিপোর্টার, ফরিদপুর | ৬ নভেম্বর ২০২৩, ২২:৫০

সংগৃহীত ছবি
ফরিদপুরের আলফাডাঙ্গায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সোহেল রানা ইমদাদ (৪০) নামে এক পশু চিকিৎসক নিহত হয়েছেন।
 
সোমবার (০৬ নভেম্বর) বিকেলে উপজেলার বুড়াইচ মুসা মিয়ার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, নিহত সোহেল রানা উপজেলার কঠুরাকান্দী গ্রামের মৃত ওলিয়ার শেখের ছেলে। তিনি পেশায় একজন পল্লী পশু চিকিৎসক ও উপজেলা ভেটেরিনারি হাসপাতালে টিকাদান কর্মী হিসেবেও কাজ করতেন।
 
সরেজমিনে গেলে স্থানীয়রা জানায়, সোহেল রানা ইমদাদ আলফাডাঙ্গা সদর বাজার থেকে মোটরসাইকেলে নিজ বাড়িতে ফিরছিলেন। বুড়াইচ ব্রিজের কাছে পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পাশের একটি খেজুর গাছের সঙ্গে ধাক্কা লাগে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে  সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
ফরিদপুরের আলফাডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) ইউনুচ আলী বিশ্বাস জানান, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মাথায় গুরুতর আঘাত পান সোহেল রানা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


আপনার মূল্যবান মতামত দিন: