নালিতাবাড়ীতে ইউএনও'র বিদায় সংবর্ধনা

না‌লিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি | ৬ নভেম্বর ২০২৩, ২০:৩৬

নালিতাবাড়ীতে ইউএনও'র বিদায় সংবর্ধনা
শেরপু‌রের না‌লিতাবাড়ী উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) খৃষ্টফার হি‌মেল রি‌ছিল‌কে বদলীজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হ‌য়েছে।
 
সোমবার (৬ নভেম্বর) সকালে উপ‌জেলা প‌রিষদ ও অ‌ফিসার্স ক্লা‌বের আ‌য়োজ‌নে  উপ‌জেলা পরিষদের হলরুমে এই সংবর্ধনা দেওয়া হয়।
 
এতে বক্তব্য রাখেন উপ‌জেলা প‌রিষদের ‌চেয়া‌রম্যান মোক‌ছেদুর রহমান লেবু, পৌরসভার মেয়র আবু বক্কর সি‌দ্দিক, সহকারী কমিশনা (ভূ‌মি ) আফ‌রোজা আ‌ফসানা, উপ‌জেলা প‌রিষ‌দের ম‌হিলা ভাইস চেয়ারমম্যান আশুরা বেগম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) এমদাদুল হক,ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান এ‌সো‌সি‌য়েশ‌নের সভাপ‌তি আব্দুস সবুর, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, নালিতাবাড়ী প্রেসক্লাবের সভাপতি আবদুল মান্নান সোহেল, সাধারন সম্পাদক ম‌নিরুল ইসলাম মনিরসহ উপজেলার দপ্তর প্রধানগণ।
 
অনুষ্ঠান‌টি সঞ্চালনা ক‌রেন অ‌ফিসার্স ক্লা‌বের সাধারণ সম্পাদক ভে‌টেনারী সার্জন আবু সায়েম। পরে বিদায়ী ইউএনও‌কে বি‌ভিন্ন সংগঠ‌নের পক্ষ থে‌কে ক্রেস্ট উপহার দেওয়া হয়।


আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর