'সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ' স্লোগানে শেরপুরের নালিতাবাড়ীতে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
শনিবার (৪ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্নাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি আফরোজা আফসানা, উপজেলা সমবায় অফিসার মোঃ আমির হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মাসুদ কবির, সাধারণ সম্পাদক ফরিদ আহমেদসহ সমবায়ীগন।
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: