ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের পুটিয়া গ্রামের বসবাসকারী মো জমির মোল্লা ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে ।
এ বিষয়ে জমির মোল্লা ফরিদপুরের বিজ্ঞ অতিঃ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৩ নং আমলী আদালত ও ভাঙ্গা থানায় আলাদা আলাদা ২টি মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার সুত্রে ও সরেজমিনে গিয়ে দেখা যায় , পার্শ্ববর্তী শহীদ মাতুব্বর , মো মাতুব্বর , ওবায়দুর মাতুব্বর গংরা গত ২৩ শে অক্টোবর, ২০২৩ ইং সকাল আনুমানিক ১০ ঘটিকার জোটবদ্ধ হয়ে মো জমির মোল্লার পৈত্তিক বাড়ি ও জমি দখল করার চেষ্টা করে ও বাড়িতে হামলা করে ভাংচুর এবং বেশকিছু বিভিন্ন ধরণের মুল্যবান গাছ কেটে ফেলে ।
জোড়পূর্বক উক্ত দখলের চেষ্টা করার সময় জমির মোল্লা’র পরিবার বাধা দিলে তাহাদেরকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদান করে অভিযোগ দাখিল করেছেন আদালতে ও থানায় ।
এ বিষয়ে মো জমির মোল্লা জানান , এই সম্পত্তি ১০ নং কাউলীবেড়া ও পুটিয়া মৌজায় শতবছর পূর্বের পৈত্তিক সম্পত্তি। সকল কাগজপত্রে ( এস এ , আর এস ইত্যাদি ) আমার দাদা ফেলু মোল্লা’র নামে । আমরা শরীকানরা ভাগ বাটোয়ারা করে চাষাবাদ ও বসবাস করে আসছি । হঠাৎ করে শহীদ গংয়েরা প্রায় ৫০ বছর পূর্বের ভুয়া দলিল তৈরি করে আমাদের বসতি জমির কাগজ তৈরি করে মালিকানা দাবি করে দখলের চেষ্টা চালিয়ে হামলা করে ও প্রাণ নাশের ভয় ভীতি দেখাচ্ছে। আমরা এখন আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি। যেকোন সময় শহীদ গংয়েরা আমাদেরকে মেরে ফেলতে পারে । আমরা প্রশাসনের নিকট তদন্ত সাপেক্ষে সুষ্ঠ বিচার চাই ।
এ বিষয়ে অভিযুক্ত শহীদ মাতুব্বর জানান , অনেক পূর্বেই জমির মোল্লারা আমাদের সহ অনেকের কাছেই জমি বিক্রি করেছেন , আমরা সেই জমির দখল বুঝে নেওয়ার জন্য গিয়েছিলাম ।
তিনি আরো জানান , আমরা কোন গাছ কাটি নাই এবং কোন ভয়ভীতি ও প্রাণ নাশের হুমকি দেই নাই। তবে জমি দখলের চেষ্টা করেছি ।
এ বিষয়ে কাউলীবেড়া ইউনিয়নের চেয়ারম্যান দুদু মিয়া জানান , মো জমির মোল্লা ও শহীদ মাতুব্বরের সাথে জমি নিয়ে কিছু ঝামেলা আছে , আমরা একাধিকবার মীমাংসা করার জন্য সালিশে বসেছিলাম কিন্তু কোন সমাধানে আসা যায়নি । তাই জমির মোল্লা আদালতে মামলা দায়ের করেছেন বিষয়টি এখন আদালতের মাধ্যমে সমাধান হবে ।
আপনার মূল্যবান মতামত দিন: