কিশোরগঞ্জে সাংবাদিকের পিতার উপর হামলা, গাড়ি ভাংচুর

আব্দুর রউফ ভূঁইয়া, কিশোরগঞ্জ প্রতিনিধি  | ৩০ অক্টোবর ২০২৩, ০১:০১

কিশোরগঞ্জে সাংবাদিকের পিতার উপর হামলা, গাড়ি ভাংচুর
কিশোরগঞ্জে দৈনিক আলোকিত প্রতিদিন ও দৈনিক ব্রক্ষ্মপুত্র এক্সপ্রেস পত্রিকার জেলা প্রতিনিধি মোহাম্মদ রুবেল এর পিতা চান মিয়ার উপর হামলা ও গাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে।
 
রবিবার বিকাল ৩ টার দিকে সদর উপজেলার নতুন জেল খানা মোড় বেইলিব্রিজ এলাকায় এই ঘটনাটি ঘটেছে।
 
এই বিষয়ে সাংবাদিক রুবেল জানান,বিএনপি, জামাতের ডাকা হরতালের সমর্থকরা তার বাবার উপর অতর্কিত হামলা করেছে।  এ সময় হরতাল কারীরা পিক আপ ভ্যান ভাংচুর করে।হামলায় গুরুতর আহত হন সাংবাদিক রুবেল এর পিতা চান মিয়া।স্থানীয়রা তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়।সেখানে চিকিৎসা নিয়ে বর্তমানে বাসায় আছে সাংবাদিক রুবেলের পিতা চান মিয়া।
 
সাংবাদিক রুবেল বলেন, বিএনপি ও জামায়াতের নেতা কর্মীদের হরতাল নামে জ্বালাও পোড়াও অপরাজনীতির শিকার হলো আমার পিতা ও আমার নতুন গাড়িটি। আইনের প্রতি শ্রদ্ধা রেখে এই বিষয়ে সঠিক তদন্ত পূর্বক দোসী ব্যক্তিদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। 


আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর