সারাদেশে বিএনপির ডাকা হরতাল ও সহিংসতার প্রতিবাদে পাবনায় বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
রবিবার (২৯ অক্টোবর) দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি আবার দলীয় কার্যালয়ের সামনে গিয়ে উন্নয়ন ও শান্তি সমাবেশে যোগ নেতাকর্মীরা।
এ সময় বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম পাকন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশাররফ হোসেন, পৌরসভার মেয়র শরীফ উদ্দিন প্রধান প্রমুখ।
অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: