বিএনপির ডাকা দেশব্যাপী হরতালে বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।
শনিবার (২৮ অক্টোবর) সংগঠনের মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জনবিরোধী এ হরতালে মালিক-শ্রমিকরা কখনও সাড়া দেবে না, ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। এ জন্য হরতাল উপেক্ষা করে রবিবার রাজধানীর অভ্যন্তরীণ সড়কে বাস চলাচল করবে। যাত্রী পাওয়া সাপেক্ষে চলবে দূরপাল্লার বাস। একই সঙ্গে বিএনপির হরতাল চলাকালে গাড়ি চলাচল নির্বিঘ্ন রাখতে সড়কে নিরাপত্তা জোরদার করতে প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছে মালিক সমিতি।
আজ শনিবার রাজধানীর নয়াপল্টনে মহাসমাবেশ থেকে হরতালের ডাক দিয়েছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশি তাণ্ডবের প্রতিবাদে রবিবার (২৯ অক্টোবর) সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল।’
আপনার মূল্যবান মতামত দিন: