ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সোহেল রানা (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে হত্যার পর মরদেহ নদীর পাড়ে ফেলে যায় দুর্বৃত্তরা।
নিহত সোহেল রানা উপজেলার মাইজবাগ ইউনিয়নের কুমড়াশাসন গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে। পৌর এলাকার চাল মহালে মোবাইল রিচার্জের ব্যবসা করতেন।
শনিবার (২৮ অক্টোবর) সকালে উপজেলার সরিষা ইউনিয়নের কুর্শিপাড়া এলাকার কাঁচামাটিয়া নদীর পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাছিনুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পৌর এলাকার চাল মহালে রিচার্জের ব্যবসা করতেন সোহেল রানা। বছরখানেক আগে বিয়ে করেন। বিয়ের পর থেকে পৌর শহরের চরনীখলা এলাকায় বসবাস করতেন। মাঝে মাঝে নিজ বাড়িতেও থাকতেন। শুক্রবার সকালে শ্বশুরবাড়ি থেকে স্ত্রীকে বলে আসেন রাতে দোকানেই থাকবেন। রাতে সোহেল বাড়িতে না ফেরায় তার স্ত্রী মৌসুমি আক্তার ঘুমিয়ে পড়েন। সকালে সোহেলের নাম্বারে তার স্ত্রী মৌসুমী তার নাম্বারে কল দিলে সেটি বন্ধ দেখায়।
এদিকে, শনিবার সকালে স্থানীয়রা কাঁচামাটিয়া নদীতে মাছ ধরতে গেলে নদীর পাড়ে একটি ক্ষতবিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে অজ্ঞাত হিসাবে মরদেহ উদ্ধার করে।
পরে দুপুরের দিকে মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে নিহতের চাচা সিদ্দিকুর রহমান পুলিশকে নিশ্চিত করেন এটি তাঁর ভাতিজা সোহেলের মরদেহ।
নিহতের স্ত্রী মৌসুমি আক্তার বলেন, তার মা অসুস্থ থাকার কারণে একমাস যাবৎ সে বাবার বাড়িতেই থাকেন। সোহেলে প্রায়ই আমাদের বাড়িতে থাকতেন। এই অবস্থায় শুক্রবার সকালে দোকানে আসার আগে তাঁকে বলে আসে রাতে সেখানেই যাবেন তিনি। কিন্তু, তিনি আর আমাদের বাড়িতে ফিরেননি। আমার জানামতে তার সাথে কারোর শত্রুতা ছিল না। যে বা যারাই আমার স্বামীকে হত্যা করেছে আমি তাদের ফাঁসি চাই।
পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, নদীর পাড়ে এক অজ্ঞাত যুবকের লাশ পড়ে আছে এমন খবরে তাঁরা দ্রুত সেখানে যাই। পড়ে থাকা মরদেহ থেকে একটু দূরে হত্যায় ব্যবহৃত একটি দা উদ্ধার করেন তাঁরা। দা দিয়ে কুপানোয় মারাত্মক জখমের চিহ্নও দেখা যায় যুবকের শরীরের বিভিন্ন অংশে এবং ঘারে। এছাড়াও নিহত যুবকের ব্যবহৃত মোবাইল ফোন ও একটি মানিব্যাগ আলামত হিসেবে পাওয়া যায়।
ওসি মোস্তাছিনুর রহমান বলেন, দুর্বৃত্তরা যুবককে দাড়ালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে লাশ নদীর পাড়ে ফেলে যায়। খবর পেয়ে মরদেহ উদ্ধারকরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এই বিভাগের অন্যান্য খবর
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: