শুক্রবার ব্যাটারি চালিত অটো বাইক চালককে কোকাকোলা পানীয় বোতলে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে ছিনতাই কালে দুইজনকে গ্রেফতার করেছে ফুলবাড়িয়া থানা পুলিশ । এ সময় পুলিশ ব্যাটারি চালিত অটো বাইকটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন ।
গ্রেফতারকৃত ২ ছিনতাইকারী হলেন: ফুলবাড়িয়ার কুশমাইল ইউনিয়নের বোরকা গ্রামের আব্দুল হক বাপ্পির ছেলে রিপন মিয়া ( ২৫ ) ও আমজাদ আলীর ছেলে শাহিন আলম (২৭) ।
পুলিশ জানায়, ভালুকার উথুরা এলাকা থেকে যাত্রীবেশি চাৱ অটো ছিনতাইকারী ফুলবাড়িয়ার সোয়াইতপুর এলাকায় বিয়ের দাওয়াত খাওয়ার কথা বলে অটোবাইক ভাড়া করে। এনায়েতপুর - সোয়াইতপুর সড়কের পথিমধ্যে ছদ্মবেশে ছিনতাইকারীরা অটো চালক শরিফকে থামাতে বলে। ছিনতাইকারী দুইজন অটো থেকে নেমে অন্যত্র চলে যায়। অপর দুই যাত্রী সড়কের পাশে লেবু বাগানে কোকাকোলা পানীয় পান করার উদ্দেশ্যে চালককে সাথে নিয়ে যায়। অটোচালকে দুই ছিনতাইকারী কোকাকোলা পানীয় পান করিয়ে অজ্ঞান করার চেষ্টা করে ব্যাটারি চালিত অটো বাইকটি নিয়ে যাত্রী ছদ্মবেশে চার ছিনতাইকারী পালিয়ে যায় । অর্ধ অজ্ঞান অবস্থায় অটো চালক শরীফ দেখতে পায় ছিনতাইকারীরা তার অটো চালিয়ে নিয়ে যাচ্ছে। এ সময় ডাক চিৎকার দিলে স্থানীয় এক মোটরসাইকেল চালক এগিয়ে আসলে ঘটনা জানালে এবং মোটর সাইকেল চালক বিষয়টি থানার ওসিকে অবহিত করেন।
এ সময় এনায়েতপুর এলাকায় অবস্থানরত ফুলবাড়িয়া থানার বিট কর্মকর্তা এসআই হানিফ ছিনতাই করে নেয়া ব্যাটারি চালিত অটো বাইকটি পার্শ্ববর্তী রাজঘাট ব্রিজের উপরে এসে পৌছলে দুই ছিনতাইকারীকে আটক করে এবং দুজন পালিয়ে যায় । ছিনতাইকৃত অটো বাইকটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন পুলিশ ।এ ঘটনায় শুক্রবার দুপুরে অটোচালক শরিফের বড় ভাই আরিফ রাব্বানী বাদী হয়ে ফুলবাড়িয়া থানায় মামলা করেছেন।
ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ শাহিনুজ্জামান খান বলেন, আটক দুই অটো বাইক ছিনতাইকারী আন্তঃজেলা অটো ছিনতাইকারী সক্রিয় সদস্য ।পালিয়ে যাওয়া আরো দুজন ছিনতাইকারীকে গ্রেফতার অভিযান চলছে।
এই বিভাগের অন্যান্য খবর
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: