কিশোরগঞ্জে পৃথক অভিযানে ২ কেজি গাঁজা ও ১২০ পিস ইয়াবা সহ গ্রেফতার ২ 

আব্দুর রউফ ভূঁইয়া, কিশোরগঞ্জ প্রতিনিধি | ২৪ অক্টোবর ২০২৩, ১৬:১৮

কিশোরগঞ্জে পৃথক অভিযানে ২ কেজি গাঁজা ও ১২০ পিস ইয়াবা সহ গ্রেফতার ২ 
কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখা(ডিবি) পুলিশের মাদক বিরোধী পৃথক অভিযানে  মাদক দ্রব্য গাঁজা ও ইয়াবা ট্যাবলেট সহ মোঃ দুলাল মিয়া (৫৭), মোঃ আকাশ (২১) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
 
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দুলাল মিয়া (৫৭) ভৈরব উপজেলার ভৈরব উত্তর পাড়া এলাকার মোঃ আমির উদ্দিনের ছেলে, গ্রেফতারকৃত মোঃ আকাশ (২১) কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল গোয়ালপাড়া এলাকার মোঃ কাজল মিয়ার ছেলে।
 
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের  এসআই (নি) মোঃ নূরে আলম হোসাইন সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় সোমবার  রাত ০৮.২৫ মিনিটের সময় ভৈরব  থানাধীন  ভৈরবপুর উত্তরপাড়া সাকিনস্থ স্টেডিয়াম এর মেন্দিপুর গাগী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ দুলাল মিয়া  (৫৭) কে গ্রেফতার করেছে এবং মাদক ব্যবসায়ীর হেফাজত থাকা সর্বমোট ০২(দুই) কেজি গাঁজা নামক মাদকদ্রব্য উদ্ধার করে রাত ০৮.৪৫ ঘটিকায় জব্দ তালিকামূলে জব্দ করেছে।
 
অপরদিকে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশের এসআই (নিঃ) মোঃ  আঃ জব্বার গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় গত সোমবার ২৩ অক্টোবর  রাত ০৮.০৫  ঘটিকায় কিশোরগঞ্জ সদর থানাধীন যশোদল গোয়ালাপাড়া  সাকিনস্থ জনৈক আমিনুল ইসলাম বালাম(২৮) পিতা-মোঃ হিরু মিয়ার মুদির দোকানের সামনে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ আকাশ (২১) কে গ্রেফতার করেছে এবং মাদক ব্যবসায়ীর হেফাজত থাকা ১২০(একশত বিশ) পিস ইয়াবা ট্যাবলেট  নামক মাদকদ্রব্য উদ্ধার করে রাত ০৮.১৫ ঘটিকায় জব্দ তালিকামূলে জব্দ করেছে। 
 
উপরোক্ত ২টি ঘটনায় গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।


আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর