রায়গঞ্জে ফুলজোড় নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

মীর তানভীর ইসলাম | ২৩ অক্টোবর ২০২৩, ১৯:১৩

প্রতীকী ছবি

সিরাজগঞ্জের রায়গঞ্জে ফুলজোড় নদী থেকে শাকিল নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার সকালে চান্দাইকোনা মহাশ্মশান সংলগ্ন ফুলজোড় নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শাকিল পেশায় অটোরিকশা চালক। সে বগুড়া জেলার শেরপুর থানার সামীবাড়ী ইউনিয়নের লাঙ্গলমোড়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে। সকালে স্থানীয়রা অজ্ঞাত যুবকের লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ আসিফ মোহাম্মাদ সিদ্দিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মরদেহটি বগুড়া জেলার শেরপুর থানার আওতায় হওয়ায়, মরদেহটি শেরপুর থানায় হস্তান্তরের জন্য প্রক্রিয়া চলছে। ময়না তদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।



আপনার মূল্যবান মতামত দিন: