হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় শারদীয় দূর্গোৎসব। শারদীয় দূর্গোৎসব উপলক্ষে পৌর শহরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আ: রহমান।
রোববার (২২ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত মোটরসাইকেলের বহর নিয়ে পৌর শহরের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন। এসময় হিন্দু ধর্মাবলম্বী নেতা ও আগত ভক্তবৃন্দেরও সার্বিক খোঁজ নেন এবং তাদের সাথে শারদীয় শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
এ সময় পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আ: রহমান তার বক্তব্যে বলেন, শারদীয় দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে আজ আপনাদের মাঝে এসেছি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার জন্য দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রয়েছে। হিন্দু ধর্মের পূজারীরা নির্বিঘ্নে তাদের পূজা অর্চনা করতে পারছে।
পূজা মন্ডপগুলো পরিদর্শনের সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: হাবিবুর রহমান, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ আল মামুন, পৌরসভার কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর,ছাত্রলীগ, যুবলীগসহ সংশ্লিষ্ট এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: