শেরপুর-১ : সরকারের উন্নয়ন প্রচারে জনগণের দোরগোড়ায় ছানু

মো. রাজন মিয়া, শেরপুর | ২১ অক্টোবর ২০২৩, ০৩:০২

ছবিঃ সংগৃহীত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুর-১(সদর) আসনের পথে-প্রান্তরে সরকারের বিভিন্ন উন্নয়নমূকল কর্মকান্ডের বার্তা পৌঁছে দিতে ব্যস্ত সময় পার করছেন শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শেরপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু। তিনি শেরপুর-১ আসন থেকে এবার মনোনয়ন প্রত্যাশী।

শেরপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও প্রত্যন্ত চরাঞ্চলের হাটবাজারে ঘুরে ঘুরে ছানোয়ার হোসেন ছানু বিগত ১৫ বছরে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের লিফলেট বিতরণ ও পথসভার মাধ্যমে উন্নয়নের বার্তা একেবারে তৃণমূল পর্যন্ত পৌঁছে দিচ্ছেন।

শহরকেন্দ্রিক গণসংযোগও অব্যাহত রেখেছেন তিনি। শেখ হাসিনা সরকারের নানাবিধ সফলতার আলোকে 'উন্নয়ন সমাবেশ ও শোভাযাত্রা'র আয়োজন করছেন জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে।

আসন্ন জাতীয় নির্বাচনে নৌকার মনোনয়ন পেলে তিনি এই অঞ্চল থেকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবেন বলে মনে করছেন আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

অন্যদিকে, জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে এ অঞ্চলকে ঢেলে সাজাবেন বলে মন্তব্য করেছেন ছানুয়ার হোসেন ছানু। অবহেলিত শেরপুরকে তিনি অনন্য উচ্চতায় নিয়ে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

শেরপুরের পর্যটন খাতকে সমৃদ্ধ করতে বিভিন্ন প্রকল্প নিয়ে কাজ করার অঙ্গীকার করেন তিনি। এছাড়াও শেরপুরের জনগণের দীর্ঘদিনের চাওয়া রেলপথ সংযোগের কার্যকরী পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন তিনি।

শেরপুর তথা কুড়িগ্রামের রৌমারি ও রাজিবপুর উপজেলা, জামালপুরের কিছু কিছু চরাঞ্চল এবং ময়মনসিংহের হালুয়াঘাটের একাংশের জনসাধারণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জেলায় একটি মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকারের দ্বারস্থ হবেন বলে তিনি মন্তব্য করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর