ফরিদপুরের চরভদ্রাসনে পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি) এর ২৬৭ তম শাখার উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে চরভদ্রাসন উপজেলা সদরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে শাখার উদ্বোধন করেন পপি’র প্রধান কার্যালয়ের সহকারি পরিচালক সঞ্জীব চন্দ্র ভদ্র।
পপি’র নবাবগঞ্জ রিজিওনের প্রোগ্রাম ম্যানেজার মো: শাহজাহান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের ম্যানেজার আব্দুস সবুর খান, সদর ইউপি চেয়ারম্যান আজাদ খান।
এসময় পপি’র সহকারি প্রোগ্রাম ম্যানেজার রফিকুল ইসলাম, চরভদ্রাসন শাখার ম্যানেজার বিশ^নাথ দে সহ কর্মকর্তাবৃন্দ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
পরে সদস্যদের হাতে ২২ লাখ টাকার ঋনের চেক তুলে দেন অতিথিবৃন্দ।
আপনার মূল্যবান মতামত দিন: