জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর ছোট সন্তান শেখ রাসেল এর ৬০তম জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়।
বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ছাত্রলীগের আয়োজনে শেখ রাসেল এর জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। এসময় ফরিদপুর মেডিকেল কলেজ এর অধ্যক্ষ ডা মো মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি মাশতুরা মোশাররফ ঐষিকা ও সাধারণ সম্পাদক ইমরুল হাসান জীম।
এরপর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ড এ শিশুদের মাঝে কেক বিতরণ করা হয়।
এছাড়া অধ্যক্ষ ডা মো মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে মেডিকেল কলেজ শিক্ষার্থীদের নিয়ে ফরিদপুর বনলতা সিনেমা হলে বাঙ্গালী জাতির জনকের বায়োপিকটি 'মুজিব: একটি জাতির রূপকার ' শীর্ষক সিনেমাটি উপভোগ করার জন্য আসেন।
প্রদর্শনী শেষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয় ।
এ সময় সিনেমা হলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ এর অধ্যক্ষ অধ্যাপক ডা মো মোস্তাফিজুর রহমান এবং শিক্ষক সমিতির সভাপতি ও সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা রতন কুমার সাহা সহ অন্যান্য বিভাগীয় প্রধানগণ এবং চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন ।
আপনার মূল্যবান মতামত দিন: