রাজন মিয়া, শেরপুরঃ জাতীয় সংসদ উপনেতা ও বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য এবং শেরপুর-২(নকলা-নালিতাবাড়ি) আসনের সাংসদ বেগম মতিয়া চৌধুরী তার নির্বাচনী এলাকা নালিতাবাড়ী উপজেলায় টপ-২০ শিক্ষার্থীর মাঝে ১ কোটি ৪৬ লাখ ৫ হাজার টাকার আর্থিক প্রনোদনা দিয়েছেন।
বুধবার (১৮ অক্টোবর) দুপুরে তিনি উপজেলার গুজাকুড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে চার দিন ব্যাপী শিক্ষার্থীদের মাঝে প্রনোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় তিনি চারদিন ব্যাপী টিআর, কাবিখা ও কাবিটা প্রকল্প থেকে উপজেলার ১২ টি ইউনিয়ন ও পৌরসভার ১৪৮ টি প্রাথমিক ও এবতেদায়ী প্রতিষ্ঠানের ২য়, ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণির (টপ-২০), ৬৪ টি মাধ্যমিক স্কুল ও মাদরাসা, ৮টি কলেজ ও ৭টি কওমী মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে এক হাজার টাকা করে মোট ১ কোটি ছয় চল্লিশ লাখ ৫ হাজার টাকার প্রনোদনা বিতরণ করা হয়।
এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নবাসী, ইমাম-মুয়াজ্জিন, পাল-পুরোহিতদের মাঝে কম্বল বিতরণ, মসজিদ সমূহে টিন ও নগদ অর্থ দেওয়া হবে এবং একই ভাবে তিনি তার নির্বাচনী এলাকা নকলাতে টপ-২০ শিক্ষার্থীদের মাঝে আর্থিক প্রনোদনা প্রদান করবেন।
আপনার মূল্যবান মতামত দিন: