সুবিধা বঞ্চিত মানুষদের জন্য ৫ টাকায় শারদ বাজার

মফস্বল ডেস্ক | ১৭ অক্টোবর ২০২৩, ১৮:৪৬

সুবিধা বঞ্চিত মানুষদের জন্য ৫ টাকায় শারদ বাজার

অর্ণব দাশ, চট্টগ্রাম প্রতিনিধি: শাড়ি এবং পাঞ্জাবি ৫  টাকায় মিলল  চট্টগ্রামের অসহায় এবং মধ্যবিত্ত মানুষের মাঝে।গত শনিবার দুপুরের এই আয়োজন হাসি ফুটিয়েছে নিম্ন আয়ের ও সুবিধাবঞ্চিত প্রায় ৩০০ জন মানুষের মুখে। “৫ টাকায় শারদ বাজার” শিরোনামে আয়োজন করেছিল চট্টগ্রামের আলোকবর্তিকা ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

৫ টাকায় পূজোর নতুন শাড়ি  কিনতে পেরে খুশি স্থানীয় রীনা সেন। তিনি বলেন,‘পূজো চলে এল। এ পর্যন্ত পূজো উপলক্ষে কোনো শাড়ি করতে পারিনি। আজ ৫ টাকায় তারা পূজোর শাড়ি কিনার সুযোগ করে দিয়েছে। ভবিষ্যতে আবারও দেবে বলেছে।’

দুলাল দাশ নামের একজন বলেন,‘এই শারদ বাজার  দেওয়াতে আমাদের মতো গরিব মানুষের খুব উপকার হয়েছে। আমরা তো কিনতে পারি না। এগুলো পেয়ে অনেক খুশি হয়েছি। তাদেরকে ধন্যবাদ।’

সংগঠনের সাধারণ সম্পাদক তাপস দাশ বলেন, ‘আমাদের ৫০-৬০ জন সদস্য সক্রিয় রয়েছে। তাদের টিফিনের টাকা থেকে কিছু টাকা বাঁচিয়ে  থেকেই এই বিশেষ বাজারে নামমাত্র মূল্যে শাড়ি পাঞ্জাবি  বিক্রি করেছি। উপকারভোগীর মনে যেন কোনো সংকোচ না থাকে, তিনি যেন মনে করেন কিনেই নিচ্ছেন, সে কারণে আমরা ৫ টাকা করে নিচ্ছি।’

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি  দীপ রায়  বলেন,‘এই শারদ বাজার আয়োজন করতে আমাদের দেড় লাখ টাকা খরচ হয়েছে।আমাদের পরিকল্পনা আরও বড় ছিল। তবে আর্থিক সংকটের কারণে কিছুটা সীমিত পরিসরে করা হচ্ছে। এই কাজটি দেখে যাতে অন্যরাও অনুপ্রাণিত হয় ও এগিয়ে আসে, সেটিই আমাদের এই আয়োজনের মূল লক্ষ্য।’

এ কার্যক্রমে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত  ছিলেন ২১নং ওয়ার্ড কাউন্সিলর মাননীয় শৈবাল দাশ সুমন।এছাড়াও উপস্থিত ছিলেন আলোকবর্তিকা ফাউন্ডেশনের অতুলন চক্রবর্তী, অর্ক চৌধুরী, অরিত্রী দাশ,ওম শংকর সেন,চন্দ্রমৌলি চৌধুরী জিজু,কৌশিক নাথ প্রমুখ সদস্যবৃন্দ।

২০২২ সালে প্রতিষ্ঠিত এই স্বেচ্ছাসেবী সংগঠনটি প্রতি বছরই নামমাত্র মূল্যে শারদ বাজার করছে। এ ছাড়াও অসহায় মানুষকে স্বাবলম্বী করা,শীতে দরিদ্রদের শীতের পোশাক বিতরণসহ নানা কর্মকাণ্ডের আয়োজন করেন তারা।



আপনার মূল্যবান মতামত দিন: