কুড়িগ্রামে যুবকের মরদেহ উদ্ধার

সময় ট্রিবিউন ডেস্ক: | ২৩ জুলাই ২০২৩, ২৩:০৯

সংগৃহীত ছবি

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় লেবু শর্মা (২৫) নামের এক যুবকের গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৩ জুলাই) সকালে উপজেলার দলদলিয়া ইউনিয়নের উত্তর কদমতলার নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত লেবু শর্মা উপজেলার দলদলিয়া ইউনিয়নের কদমতলা গ্রামের শুবল শর্মার ছেলে। তিনি পেশায় একজন নরসুন্দর বলে জানা গেছে।

উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, লেবু শর্মা নামের এক নরসুন্দরের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ জানা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত হলেই মৃত্যুর কারণ জানা যাবে।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর