প্রতিবেশীর বিরুদ্ধে শিশুকে পানিতে ফেলে হত্যার অভিযোগ

সময় ট্রিবিউন ডেস্ক: | ২০ জুলাই ২০২৩, ২০:৪৪

ফাইল ছবি

মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জেরে আব্দুর রহমান (২) নামের এক শিশুকে বাড়ির পাশে পুকুরে ফেলে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী শের আলী শরীফের বিরুদ্ধে।

বুধবার (১৯ জুলাই) সন্ধ্যায় সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের চাপাতলি গ্রামে এই ঘটনা ঘটেছে।

নিহত আব্দুর রহমান একই এলাকার মামুন শরীফের ছেলে।

পুলিশ, পারিবারিক ও স্থানীয় সুত্রে জানা যায়, মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের চাপাতলী গ্রামের মামুন শরীফের সাথে প্রতিবেশি শের আলী শরীফের জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। এই ঘটনায় আদালতে একটি মামলাও চলমান আছে। এদিকে বিকেল থেকে আব্দুর রহমানকে খুঁজে পায়নি তার পরিবার। পরে অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের পরিবারের লোকজন অভিযোগ করেন, জমি সংক্রান্ত জেরে বুধবার বিকেলে মামুন শরীফের ছেলে আব্দুর রহমানকে বাড়ির পাশে পুকুরে ফেলে হত্যা করেছে প্রতিবেশি শের আলী শরীফ।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনোয়ার হোসেন চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ দিকে ঘটনার পর থেকে অভিযুক্ত শের আলী শরীফ পলাতক আছে।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর