বরিশালে একদিনে হাসপাতালে ভর্তি ১৮৫ ডেঙ্গু রোগী

সময় ট্রিবিউন ডেস্ক: | ২০ জুলাই ২০২৩, ০৫:৩৭

সংগৃহীত ছবি

বরিশালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮৫ জন। এরমধ্যে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৫৭ জন, জেলার অন্যান্য হাসপাতালে ২৭ জন, পটুয়াখালীতে ৩৩ জন, ভোলায় ১৫ জন, পিরোজপুরে ৩১, বরগুনায় ১৩ ও ঝালকাঠিতে ৯ জন রয়েছেন।

বুধবার (১৯ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। এখন পর্যন্ত বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ৫০৪ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর বরিশাল বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ দাস বলেন, ডেঙ্গু রোধে সচেতনতাই জরুরি। মানুষ সচেতন না হলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমানো যাবে না। বিভাগের সব সরকারি হাসপাতালগুলোতে নির্দেশনা দেওয়া হয়েছে ডেঙ্গু রোগীদের গুরুত্ব দিতে।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর