পাথর রপ্তানিতে অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদে ১০ দিন ধরে ধর্মঘট পালন করছেন ভারতের ফুলবাড়ি স্থলবন্দরের পাথর পরিবহনকারী ট্রাক মালিকরা। এতে বিপাকে পড়েছেন বাংলাদেশের আমদানিকারকরা।
জানা গেছে, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের স্লট বুকিংয়ের নামে প্রতি ট্রাকে ৩-৫ হাজার করে টাকা আদায়ের প্রতিবাদে ধর্মঘট পালন করছে ফুলবাড়ি বর্ডার লোকাল ট্রাক ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। তারা ভুটানের পাথরবাহী ট্রাক থেকে টাকা আদায়ের দাবি জানায়।
ফুলবাড়ি স্থলবন্দরে পাথর রপ্তানিতে অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদে তারা ১০ দিন ধরে ধর্মঘট পালন করায় বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে পাথর আমদানি বন্ধ রয়েছে। বিষয়টি নিরসন না হওয়া পর্যন্ত পাথর আমদানি বন্ধ থাকবে বলে জানা গেছে।
স্থলবন্দর সূত্র জানায়, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থলবন্দর বাংলাবান্ধা। বন্দরটিতে অন্যান্য পণ্যের পাশাপাশি প্রতিদিন ৪০০ থেকে ৫০০ ট্রাক পাথর আমদানি হয়ে থাকে। ঈদের ছুটির পর বন্দরটির চালুর পর থেকেই সীমিত আকারে পাথর আমদানি হচ্ছে। তবে ফুলবাড়িতে ধর্মঘটের কারণে ১০ দিন ধরে স্থবিরতা সৃষ্টি হয়েছে। এতে করে আমদানিকারকরা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন, একইসঙ্গে কর্মহীন হয়ে পড়েছেন বন্দর সংশ্লিষ্ট শ্রমিকরা।
আপনার মূল্যবান মতামত দিন: