বিদেশি মদসহ গ্রেফতার ভারতীয় যুবক

সময় ট্রিবিউন ডেস্ক: | ১৪ জুলাই ২০২৩, ০১:৪৮

সংগৃহীত ছবি

কুড়িগ্রামে বিদেশি মদ ও ইয়াবাসহ মো. সাইফুল শেখ (২৪) নামে এক ভারতীয় যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১২ জুলাই) রাতে উলিপুর উপজেলার নামাজের চর পুলিশ কেন্দ্র এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো. সাইফুল শেখ ভারতের হাড় সিংমাড়ী জেলার শুকচর এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, সিংমাড়ী জেলার শুকচর গ্রামের বাসিন্দা মো. সাইফুল শেখ একজন মাদক কারবারি। বুধবার রাতে মাদক পাচারের সময় ৮৪টি বিদেশি মদের বোতল ও ৫০০ পিস ইয়াবাসহ তাকে হাতে নাতে গ্রেফতার করা।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতার ভারতীয় নাগরিকের বিরুদ্ধে উলিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর