ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় একটি গোডাউনে বিপুল পরিমাণ মাছ ধরার নিষিদ্ধ চায়না জাল জব্দ করা হয়েছে।
সোমবার (১০ জুলাই) রাতে উপজেলার বুধন্তি ইউনিয়নের সাতবর্গ বাজারে একটি গোডাউনে অভিযান চালিয়ে চায়না জাল গুলো জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত।
এসময় ইয়াসিন মিয়া (১৯) নামের এক তরুণকে আটক করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) মেহেদী হাসান খান শাওন।
উপজেলা মৎস্য অফিসার ফাহিমুল আরেফিন জানান,উপজেলার সাতবর্গ বাজারের এমরান মিয়ার গোডাউনে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ৮০টি চায়না জাল, যার দৈর্ঘ্য প্রায় ৪ হাজার মিটার জাল জব্দ করা হয়। জব্দ করা জালের বাজার মূল্য প্রায় ৫ লাখ টাকা। এসময় একজনকে ভ্রাম্যমাণ আদালতে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মেহেদী হাসান খান শাওন জানান, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অভিযান চালিয়ে অবৈধ জাল জব্দ করা হয়। জব্দ জাল জনসম্মুখে পুড়িয়ে দেওয়া হয়েছে। এসময় অবৈধ জাল বিক্রি ও সরকারি কাজে বাঁধা দেওয়ার অপরাধে ইয়াসিন মিয়াকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।
আপনার মূল্যবান মতামত দিন: