১৯৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

সময় ট্রিবিউন ডেস্ক: | ৭ জুলাই ২০২৩, ০৫:৩১

সংগৃহীত ছবি

মাদক বিরোধী অভিযানে ১৯৩ কেজি গাঁজাসহ জুলফিকার ঢালী নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩ নীলফামারী ক্রাইম প্রিভেনশন কোম্পানি (সিপিসি) ২ এর সদস্যরা। এসময় গাঁজার সাথে ১১ পিস ইয়াবা ও মাদক বিক্রির ১ লাখ ৩০ হাজার টাকা জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে নীলফামারী র‌্যাব কার্যলয়ে মিডিয়া ব্রিফ্রিংয়ে এসব তথ্য জানায় র‌্যাব-১৩ এর অধিনায়ক কমান্ডার আরাফাত ইসলাম।

এর আগে বুধবার (৫ জুলাই) মধ্যরাতে ঠাকুরগাঁও সদর উপজেলায় গড়েয়া ইউনিয়নের মিলনপুর গ্রামের জুলফিকার ঢালী নিজ বাড়িতে অভিযান পরিচালানা করে র‌্যাব সদস্যরা ।

গ্রেফতার জুলফিকার (৩০) গড়েয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আবু সাঈদ ঢালীর ছেলে ।

ব্রিফিংয়ে র‌্যাব-১৩ এর অধিনায়ক কমান্ডার আরাফাত ইসলাম বলেন, বুধবার রাতের মাদক বিরোধী বিশেষ অভিযানে র‌্যার সদস্যরা একটি বড় মাদকের চালান আটক করেছে, যা সাম্প্রতিক কালে আটক করা সবচেয়ে বড় মাদকের চালান। মাদকের বিরুদ্ধে র‌্যাবের এই অভিযান অব্যহত থাকবে।

তিনি আরও বলেন, আসামি জুলফিকার ঢালী প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যাবসার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে ঠাকুরগাঁও থানায় মাদক মামলা করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর