কালীগঞ্জে শিল্প ও সংস্কৃতি বিষয়ক লেকচার ওয়ার্কশপ

সময় ট্রিবিউন ডেস্ক: | ৬ জুলাই ২০২৩, ০১:৩৭

সংগৃহীত ছবি

‘শিল্প-সংস্কৃতি ঋদ্ধ, সৃজনশীল মানবিক বাংলাদেশ’ প্রতিপাদ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ২০২২-২৩ অর্থবছরের (এপিএ) নির্ধারিত কর্মসূচীর আলোকে গাজীপুরের কালীগঞ্জে শিল্প ও সংস্কৃতি বিষয়ক লেকচার ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ জুলাই) সকালে উপজেলা সম্মেলন কক্ষে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

গাজীপুর শিল্পকলা একাডেমি আয়োজনে ও কালীগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগীতায় লেকচার ওয়ার্কশপের উদ্বোধন করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিল্পকলা একাডেমি সভাপতি মো. আজিজুর রহমান।

ওয়ার্কশপ প্রশিক্ষক হিসেবে ছিলেন ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক অসীম বিভাকর, গাজীপুর শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার শারমিন জাহান, কালীগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমি সাবেক সদস্য সচিব মানস কুমার গুণ। লেকচার ওয়ার্কশপে কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমান, সাংগঠনিক সম্পাদক রফিক সরকারসহ স্থানীয় অর্ধশতাধিক সাংস্কৃতিক কর্মী উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর