মোটরসাইকেল খাদে পরে প্রাণ গেলো তরুণের

সময় ট্রিবিউন ডেস্ক: | ৬ জুলাই ২০২৩, ০১:২২

সংগৃহীত ছবি

মাদারীপুরের শিবচর উপজেলার উত্তর বহেরাতলা ইউনিয়নের যাদুয়ারচর ফার্মগেট এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে আবদুল্লাহ ভুইট্টা (১৬) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৪ জুলাই) রাতে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার মারা যান।

নিহত আবদুল্লাহ শিবচর উপজেলার উত্তর বহেরাতলা ইউনিয়নের চরগজারিয়া গ্রামের রশিদ ভুইট্টার ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে আবদুল্লাহ শিবচর পৌর বাজার থেকে মোটরসাইকেলে চালিয়ে দ্রুতগতিতে বাড়িতে যাচ্ছিলেন। শিবচরের ফার্মগেট এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর খাদে পড়ে যায়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। পরে তাকে রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়ার পথে গাড়িতেই সে মারা যায়।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একজন আহত হয়েছেন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথেই সে মারা গেছে।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর