সিলেটের অন্যতম পর্যটনস্পট ভোলাগঞ্জ সাদাপাথরে সাঁতার কাটতে নেমে পর্যটক আব্দুস সালাম (২৩) নিখোঁজ হওয়ার ৪৪ ঘণ্টা পর তার মরদেহ ভেসে উঠেছে। নিহত এই পর্যটক ঢাকার মিরপুর-১১ এর অস্থায়ী ক্যাম্পের মৃত আবুল কালামের ছেলে।
মঙ্গলবার (৪ জুলাই) সকাল ১০টার দিকে কোম্পানীগঞ্জের ধলাই নদের উৎসমুখ ভোলাগঞ্জে মরদেহটি ভেসে ওঠে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহটি উদ্ধারের পর পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। খবর পেয়ে ঢাকা থেকে আবদুস সালামের চাচা এসেছেন। ময়নাতদন্ত হবে না ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে এনিয়ে আলোচনা চলছে।
রোববার (২ জুলাই) বেলা আড়াইটার দিকে সাদাপাথর পর্যটনকেন্দ্রে পানিতে সাঁতার কাটতে নেমে ধলাই নদী পারাপারের সময় নিখোঁজ হন আব্দুস সালাম। এর পর থেকে তাঁর সন্ধানে উদ্ধার কাজ শুরু করে উপজেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, পুলিশসহ স্থানীয় বাসিন্দারা।
আপনার মূল্যবান মতামত দিন: