রাজশাহীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে মো. শরিফ উদ্দিন (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত।
সোমবার (৩ জুলাই) দুপুর ১২টার দিকে রাজশাহী জেলার মোহনপুর উপজেলার ধুরইল ইউনিয়নের বাগবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শরিফ উপজেলার মোহনপুর গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে।
রাজশাহী মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম বাদশাহ এসব তথ্য নিশ্চিত করে বলেন, মোহনপুর-তানোর সড়কে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী শরিফ উদ্দিন নিহত হয়।
তিনি আরও বলেন, স্থানীয় লোকজনের সহযোগিতায় নিহত মোটরসাইকেল আরোহীর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: