খাদ্যশস্য রাখার জায়গা হচ্ছে না: খাদ্যমন্ত্রী

সময় ট্রিবিউন ডেস্ক: | ৩ জুলাই ২০২৩, ০৫:২৪

সংগৃহীত ছবি

দেশের খাদ্যগুদামে খাদ্যশস্য ধারণক্ষমতা ২১ লাখ ৮০ হাজার মেট্রিক টন। বর্তমানে ২০ লাখের (মেট্রিক টন) ওপর খাদ্যশস্য মজুত আছে। খাদ্যশস্য রাখার জায়গা হচ্ছে না। তাই তা ৩৫ লাখ মেট্রিক টনে উন্নীত করা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

রোববার (২ জুলাই) দুপুরে নওগাঁর মহাদেবপুর উপজেলার সরস্বতীপুর এলাকায় ১ হাজার মেট্রিক টন ধারণক্ষমতাসম্পন্ন নবনির্মিত ‘এলএসডি’র উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন খাদ্যমন্ত্রী।

খাদ্যমন্ত্রী বলেন, দেশে ৮টি আধুনিক স্টিল সাইলো (শস্য সংরক্ষণাগার) নির্মাণ করা হচ্ছে। এর কাজ প্রায় শেষের দিকে। এতে আরও সাড়ে ৬ লাখ মেট্রিক টন খাদ্যশস্য ধারণক্ষমতা বৃদ্ধি পাবে। পাশাপাশি সারাদেশে পাঁচ হাজার মেট্রিক টন ধারণক্ষমতার আরও ২০০টি পেডি সাইলো নির্মাণ করা হবে। এরই মধ্যে ৩০টি অনুমোদন হয়ে গেছে।

মন্ত্রী বলেন, পেডি সাইলো নির্মিত হলে প্রান্তিক কৃষক সহজেই ধান সরবরাহ করতে পারবেন। কৃষক ভেজা ধান নিয়ে এলেও তা রাখার সুযোগ থাকছে। ভেজা ধান রাখলে স্বয়ংক্রিয়ভাবে তা শুকিয়ে যাবে। ভেজার অভিযোগে আর কোনো কৃষককে ধান ফেরত নিয়ে যেতে হবে না।

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার, রাজশাহী বিভাগের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক জহিরুল ইসলাম খান, নওগাঁর জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান, পুলিশ সুপার মোহাম্মদ রাশিদুল হক, জেলা খাদ্য নিয়ন্ত্রক তানভীর রহমানসহ স্থানীয় প্রশাসন ও খাদ্য বিভাগের কর্মকর্তারা।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর