এক্সপ্রেসওয়েতে রেলিংয়ে ধাক্কা লেগে অ্যাম্বুলেন্সে আগুন, নিহত বেড়ে ৭

সময় ট্রিবিউন ডেস্ক: | ২৪ জুন ২০২৩, ২৩:১৫

সংগৃহীত ছবি

ফরিদপুরের ভাঙ্গার মালিগ্রামে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের রেলিংয়ে ধাক্কা লেগে অ্যাম্বুলেন্সে আগুন লাগার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ জনে।

শনিবার (২৪ জুন) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ৫ জন নিহত হন এবং সেখান থেকে হাসপাতালে নেওয়ার পথে আরও দুজনের মৃত্যু হয় বলে জানা গেছে। শিবচর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আবদুল্লাহেল বাকী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ফরিদপুর হাইওয়ে পুলিশের মাদারীপুর রিজিওনের পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, ওই অ্যাম্বুলেন্সটি ঢাকা থেকে ভাঙ্গার দিকে আসার পথে এক্সপ্রেসওয়ের মালিগ্রাম ফ্লাইওভারের উপরে রেলিংয়ের সঙ্গে ধাক্কা খায়। এতে অ্যাম্বুলেন্সের সামনের অংশে আগুন ধরে যায়।

তিনি আরও বলেন, এ ঘটনায় আহত ওই অ্যাম্বুলেন্স চালক মৃদুল মালো (৪১) গুরুতর আহত হন। তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হয়ে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তবে গাড়িটির সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে কী না তা এখনও নিশ্চিত জানা যায়নি বলে জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর